খন্ড মেঘ
মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
হৃদয়ের সবটুকু ভালোবাসা সঁপে ছিলো
প্রতিপদে আজ বাঁধা,আমারই বুকে রাখা
যা ভাবিনি রটিবে গাঁ, তা-ই হলো মুখে মাখা
স্বপ্ন আজ দেখি ঘুমে হাতে-হাত বাধা ছিলো।


তবু পদে পদে বাধা,হারানোর আছে শঙ্কা
সব ভুলে ভাসমানে দুইহাত মেলে ঘুরি
খন্ড মেঘে বৃষ্টি ভেঁজা ঠান্ডা বুকে খুজে ফিরি
কোনো বাঁধা মানে না গো সেতু চড়ে মারি ডঙ্কা।


নিয়তির পরিহাস ভাগ্য আজ আছে বিঁধে
সময়ের একফোঁটা নোনাধরা বহু কাটা
কবে যাবে সেরে সব বিঁধে গলে যত ছুটা
হাহাকার করে হৃদে শুন্যে ছুড়ে নেবে কাঁধে ।


জগতের ভালোবাসা রঙে ঢঙে রূপে গুনে
সেজেগুজে বসে আছি ভুবন ও মেলে আঁখি
কবে বাঁধা যাবে সরে সবে মিলে রঙ্গ মাখি
স্বপ্ন নয়,বাঁধা ভেদি শত প্রেম জাগে মনে।
                                   ########
রাজগঞ্জ বাজার
যশোর
০৫/১২/২০২০
ক+খ+খ+ক, ৪+৪+৪+৪
ক+খ+খ+ক, ৪+৪+৪+৪
ক+খ+খ+ক, ৪+৪+৪+৪
ক+খ+খ+ক, ৪+৪+৪+৪