গোলাপ
মোঃ আব্দুল আলীম
হৃদপিন্ড ঝলশানো রক্তের কনিকা
অশ্রু হয়ে ঝরে যখন
কলমের কালি দিয়ে এমনি সন্ধিক্ষনে লিখতে হয় আমাকে
কবিতা নয়,নয়তো চিঠি,কল্প কাহিনী,
এ এক সত্যিই হৃদয় বিদারক কথা।
যেটা জানেনা কেউ..............
কিংবা জানে অনেকেই............
শুনেনি বা শুনেছে,
যে দেখেনি কিংবা দেখেছে
কলমিলতার পাশে সূর্য্যের হাসি,
আরো প্রাণবন্ত হয়ে ফুটেছে তারই মাঝে গোলাপ।
গোলাপের সুগন্ধে ভরেছে মন
জুড়িয়েছে প্রাণ।
হঠাৎ......................
গোলাপের মাঝে বিষাদের কালো ছায়া
ওযে নারী জাতির কলঙ্ক।
সপাং সপাং চাবুকের আঘাতে
লাল গোলাপের পাপড়ী ঝরিয়েছে।
তারপর...................
হাহাকার ধ্বনি কম্পিত হৃদয়
বেদিতে নিয়ে শীতল পরস ঠুকেছ
গোলাপের ঝরা পাপড়ীর ক্ষতে,
আহ! ওহ! পারিনি ভীত গোলাপ ব্যাক্ত করতে।
তবুও পাষানীর  হৃদয় গলেনি
কেবলই হুংকার তুলেছে,
অহংকারের অট্রো হাসি..........
আজ যে অহংকার...............
ধুলিতে মেশাতে পারতাম।
কিন্তু.....................
তুমি রাক্ষুসী সবই পারো..........
আমি তো না অমানুষ হতে পারি।
বক্ষ ভেদিয়া কিলিখব আজ.........
রক্ত ঝরা অশ্রু দিয়ে সবই যাই ভুলে।
দু'চোখ দিয়ে যা দেখি আজ
আগুন নিয়ে খেলছো খেলা।
ঐ আগুনে পুড়বে তুমি
আসছে ধেঁয়ে অগ্নিগিরীর শিখা।
আজ যে অট্টো হাসি হাসছো তুমি হো হো করে
এমন সময় আসবে তোমার বুঝবে যখন,
তখন তোমার নিভাবার কেউ থাকবেনা
কাঁদবে তুমি ভুলের মাশুল গুনে।
গোলাপের গন্ধে সত্যিই একদিন মনজুড়াইবে
সেদিন কেউ নেই..................
এই গোলাপই থাকবে সেদিন
তোমার পাশে।
             ########