"শহীদের গান গাই"
মোঃ আব্দুল আলীম
এসো আমরা বাংলা ভাষার গান গাই
একুশের পথ ধরে শহীদের স্মরণে গাই
বাংলা ভাষার জন্য সেদিন যদি মিছিল না হতো
বাহান্নই বাংলার দামালেরা যদি রক্ত না দিতো
হয়তো আজও পেতামনা বাংলাকেই-না
না-না-না- তাইতো ওদের ভুলিব না।।


এসো আমরা একাত্তরের স্বাধীনতার গান গাই
পাকিস্তানি বর্বরোতায় ৩০ লক্ষ শহীদের গান গাই
বীরবাঙ্গালী সেদিন যদি অস্ত্রহাতে না লড়তো ভাই
আমরা কি পেতাম কোনদিন মহান স্বাধীনতা ভাই
মুক্তিকামী শহীদের স্বাধীনতা কোনদিন ভুলিব না
না-না-না- তাইতো ওদের ভুলিব না।।


এসো আমরা ষোলই ডিসেম্বরে বিজয়ের গান গাই
একাত্তরে দুই লক্ষ মা-বোনের ইজ্জতের গান গাই
সেদিন যদি রক্ত ঝরা অশ্রু না দিতো বিলায়
আমরা একাত্তরে পেতাম না এ মহান বিজয়
রক্তে অর্জিত এ মহান বিজয় কোনদিন ভুলিব না
না-না-না- তাইতো ওদের ভুলিব না।।
                   #########
রাজগঞ্জ বাজার
     যশোর