ঘুম থেকে সকালে উঠি
থালা হাতে খেতে বসি
ঐ বুঝি ডাকে হযরত
ফাহিম করছে শরীর কসরত।


বৈশাখের বাতাস লেগেছে অঙ্গে
ফসল বোনার সময় এখন তুঙ্গে
লাঙ্গল, গরু,রুটি নিয়ে চলেছি মাঠে
মা-যে এখনো রয়েছে পুকুর ঘাটে।


রৌদ্রের তাপে ক্লান্ত শরীর কাপে
দুরে ঐ আমিন জমি মাপে
ঘুমে ডুলু ডুলু চোখে
কথা ফোটেনা আজ মুখে।


জমিতে কখন ঘুমিয়ে পড়েছি এলিয়ে
বিষন্ন শরীরটা বিলিয়ে
গভীর তন্দ্রায় স্বপ্নে মগ্ন
হুজুর কেবলার ইসলামী জলসায় সারা রাত জাগ্ন।


কি সু-মধুর কুর-আনের আরবী বয়ান
জলসা শেষে হুজুর কেবলা হাসি মুখে তাকান
দু'হাত বাড়িয়ে কাছে ডাকেন আমায়
মুলাকাত করেন আর বলেন,কিসের এতো ভয়?


হঠাৎ ঘুম ভেঙ্গে চোখ মেলে দেখি
দেহে জড়িয়ে আছে মস্তবড় সাপ,একি?
আজ যে ভয় মা তুমি নেই পাশে
মস্তবড় সাপ তাড়া করে আসে।


প্রাণে ভয়,এই বুঝি মারবে ছোবল
পাশে এসেছে বুঝি কেবল
দংশিলে বুঝব বিষের যন্ত্রনা
কাজে আসবেনা 'ওঝা' বদ্দির মন্ত্রনা।


হঠাৎ.......
বেজি গুলি এসে সাপকে করে তাড়া
এবার প্রাণে জাগে বাচার সাড়া
ভয়ে মরি,তবুও উঠে দেখি
ছাগল এসে খাচ্ছে আমার রুটি,একি?


ঐ-যে দু-রে শোনা যায়
মা ডাকছে খোকা আয়
আজ মাঠে দেখেছি একা যেটা
বাড়ী ফিরে একে একে বলবো মাকে সেটা।
                      ##########