মুক্ত বিহঙ্গে মেলেছে আঁখি
স্বপ্ন কেড়েছে রাক্ষুস
তারায় তারায় খচিত আকাশ
মেঘমুক্ত আকাশ অথচ অঝরে ঝরছে বৃষ্টি।
নিঃশেষ হয়নি পীচঢালা রঞ্জিত পথ
রাক্ষুস ছিড়ে চলেছে বীরদর্পে,
কোথাও ফটাশ ফটাশ গুলির শব্দ
বিলিয়েছে কেউ কারো আপন।
আবার পারেনা ওদের আগলে রাখতে
ওরা "জাত কেউটে".......
কে করিবে সাবধান!রাখিবে মাঝে
নিঃশেষ বটে! তবুও বাঁচতে চাই।
হায়েনার বেশে পঙ্খিরাজের মতো
ছোবল মেরে চলেছে রাজ্যে
চারিদিকে কোলাহল
তবুও পারেনা কেউ রুখতে।
ছায়ানিবিড় গুঞ্জন পাখির কলরবে
শ্যামল সবুজ ফসলের ক্ষেতে
বাতায়নে দুলিয়া ভরিত প্রাণ,
সবই আছে,তবুও যেন নিস্প্রাণ।
ওরা শান্ত ঘুমিয়ে যতক্ষন,
ওরা ওৎপেতে থাকে
জেঁগে থেকে তাড়িয়ে বেড়ায় ততোক্ষণ,
তবুও বেঁচে আছি, বাঁচতে চাই।
"ওরা রনাঙ্গনে সজ্জিত বীর,
শঙ্কিত নয়.........
কোথাওবা পরাভূত,তবুও ঠাঁয়,
আমি ভীত: তবুও বাঁচতে চাই।"
"ওরা উৎপিড়িতের ক্রন্দনরোল,
শুনিতে পারেনা...........  
ওরা উন্মাদ,ওরা বধির,
তবুও আমি বাঁচতে চাই।
নাজানি অজানা কোন শঙ্কা
পিছে শেল,বিধে মোর দেহে
আমি শৃঙ্খলিত,নই মুক্ত,
তবুও মুক্ত বিহঙ্গের মত বাঁচতে চাই"।
                    ###########
১৯৯৬ হইতে ১৯৯৭ সালে সিঙ্গাপুর জেল খানা থাকা অবস্থায় রচিত