স্বাধীনতা তুমি কার?
-মোঃ আব্দুল আলীম
(ষোড়শপদী কবিতা)
স্বাধীনতা রক্তস্নাত আত্মত্যাগে বলিদান
স্বাধীকার অর্জনের ফল মুছে ফেলা স্বপ্ন
একাত্তরে মুক্তিযুদ্ধে সেইসব বীর জগ্ন
যার জন্য আজকের বাঙালির বিশ্বে মান।


কেন আজ ছন্নমতি দোষারোপ জাতি অন্ধ
ভেদাভেদ ভুলি ধরি নাই হাতে শুধু অস্ত্র
খুনোখুনি রাহাজানি হাতছানি নগ্ন বস্ত্র
সেচ্ছাচারি লুণ্ঠনের দ্বার হোক আজ বন্ধ।


জাতপাত স্বদেশের স্বজনের আহাজারি
আগ্রাসীর রক্তেভেজা শহীদের রক্তদান
সম্ভ্রমার্থ মাতৃকুল এজন্য কি বলিদান?
প্রাণপনে যুদ্ধ করে বীরত্বের জয় কারী।


কেন আজ বাঙালির ঘরে ঘরে অশ্রু আকা?
স্বাধীনতা তুমি কার? এখনও বদ্ধদ্বারে?
শাসনের শোষনের বেড়াজালে অন্ধকারে?
কার জন্য রক্তে আঁকা সবুজের এ পতাকা?
                             ######
                       মোঃ আব্দুল আলীম
                          রাজগঞ্জ বাজার
                                 যশোর
                         ২৮/০৯/২০২১
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪
ক+খ+খ+ক=৪+৪+৪+৪