পৃথিবীর সাজানো শব্দভাণ্ডারে
কোন শব্দটা সবচেয়ে বেশি দামী, তা জানা নেই আমার
কিন্তু আমার জীবনের শব্দভাণ্ডারে সবচেয়ে দামী শব্দটার নাম, "বাবা।"


আমার দেখা এক অকুতোভয় জীবন যোদ্ধার নাম
যিনি তার দুঃখ কষ্টসমূহকে এক পাশে রেখে,
সন্তানের নিমিত্তে সংগ্রাম করে যায় আজীবন।
পৃথিবীতে ঢের খারাপ মানুষ থাকলেও
একটা খারাপ বাবাও নেই, কারণ
বাবা মানেই, সন্তানের বেড়ে উঠবার একমাত্র উপায়
বাবা মানে, সন্তানের আশা ও ভরসার শেষ আশ্রয়স্থল
বাবা মানে, সন্তানের চাহিদা পূরণে নিমজ্জিত এক
অক্লান্তকর্মা শ্রমিক
বাবা মানে, শত ব্যথা বুকে চেপে রেখে সন্তানের মুখে হাসি ফোটানো জীবন নাটকে এক জয়ী অভিনেতার নাম।


পৃথিবীতে তবুও বাবারা নিগৃহীত,
আমরা বাবাদের সম্মান করতে ভুলে গেছি
ফেইসবুকে বাবাদের আমরা যেভাবে শ্রদ্ধা জানাই,
ঠিক সেভাবেই ক্ষুদ্র ভুলের কারণে একজন রিক্সাওয়ালা বাবাকে যাচ্ছেতাই অপমান করি।


যেরকমটা করি ছোট কাজ করা সমাজের চোখে
ছোট মানুষদেরকে।
বাবা দিবসে আজ সকলের ফেইসবুক ওয়াল যেভাবে
কাঁপন ধরে, ঠিক সেভাবেই বাবারা
বাস্তবিক জীবনে লাঞ্ছিত। কিন্তু এ কেন
এ বর্ণবৈষম্য?