পাখনা মেলে রঙ্গিন ভোরে
হাঁটি যখন মন মাতিয়ে,
হেসে খেলে মন আনন্দে
হারিয়ে যায় জীবন জোয়ারে।
দেখি যখন হতবাকে
দুরের ঐ আকাশটাকে,
মিশে যায় প্রকৃতির ছোঁয়ায়
আর কে ধরে এই আমাকে।
খুঁজে পেয়েছি অসীম আহ্লাদ, ক্ষুদ্র এই জীবনটাতে
মিশে যেতে চাই এ ধরার এই তারকা রাজি বৃক্ষ তাতে।
ডেকো না কেউ আর আমাকে
হারিয়ে যাবো আমি,
মুঠোয় নেব বিশ্বটারে
অন্বেষণে দেখবে আগামী।
বইয়ে আমার চোখ থাকেনা
দৃষ্টি ঘুরে রঙ্গিন মোহনায়,
চলতে ফিরতে দুঃখ-কষ্টের
জীবন তাতেই প্রাণ ফিরে পাই।
হতে চাই না চিকিৎসক আমি, না প্রকৌশলী
ব্যার্থ হয়েই বাঁচবো না হয়, জীবন-খেয়ালী।