একদিন আমি চলে যাবো এ ধরণী ছেড়ে
একাকীত্ব সঙ্গী হবে, থাকবে স্মৃতি পরে।
সাড়ে তিন হাত মাপা জায়গা হবে ঠিকানা
সেথায় কোন ডাকঘর থেকে চিটি পৌঁছাবে না।
হয়তো কেউ স্বার্থের টানে ছাড়বে চোখের জল
লোকদেখানো ভালোবাসায় হবে সে সফল।
আবার অনেকে মনে ধরে রেখে দিবে আমায়
এ ধরায় শতো ব্যাস্ততাতেও স্মরণ করবে, সদা সর্বদায়।
আমার দেহের শোভায় আমি হয়ে যাবো লাশ,
ফাঁকা দেহ থাকবে পরে মৃত্তিকার আবাস।
প্রাণবন্ত আত্মা খাঁচা ছেড়ে যাবে উড়ে চলে
আমি কে ছিলাম, সাক্ষী দেবে সত্যরা সব মিলে।