জানিনা কেন, আজ
তোমাকে খুব মনে পড়ে, এই বিশ্রামরত নীরব রাতে।
যখন সমুদ্রের কাছে বসে ঐ সূর্যাস্তের প্রতিচ্ছবি চোখে ভাসে।
একাকীত্ব জীবনে প্রতীক্ষায় সময় কাটে। আর তখন, তুমাকে খুব মিস করি, অনেক দূর থেকে।
মাঝে মাঝে নদীর তটের কাশবন আর
দূরের ঐ ছোট্ট গ্রামগুলোতে আমি হারিয়ে যায়
পঞ্চইন্দ্রিয়তে অনুভব করি প্রভুর হাতে গড়া বর্ণনাতীত ধরনীর অপূর্ব নিদর্শন।
আনন্দটুকু আজ বিলীন হয়ে গেছে
মাঝে মাঝে জানালার কাছে বসে বাইরের বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে থাকি, আর ভাবি বিষাদময় এই অপূর্ব জীবনের কথা।
তোমার ভাবনায় বিভোর হয়ে কখনো বা আমি
হারিয়ে যাই কল্পনার রাজ্যে, যেখানে মন খুলে তোমার সঙ্গে কথা বলি।
কষ্টে ভরা এই অপূর্ণ জীবন আমার।
প্রতীক্ষিত সময় মৃত্যুর জন্য
এ যেন কিছুতেই কাটে না
মাঝরাতে বসে এ ভাবুক মন যখন তোমায় স্মরণ করে
তখন খুব জানতে ইচ্ছে করে,
আমাকে ছেড়ে চলে গিয়ে
তুমি খুব ভালো আছো ত!