স্বদেশ আমার আপন অতি হৃদয় মাঝে গাঁথা
স্নেহভরে বুকে রাখি সে যে আমার মাতা,
মায়ের মতো মায়া করি তারে ভীষণ করে
সারাজীবন খেটে মরি বাংলা মায়ের তরে।


স্বদেশ আমার কলম রেখায় ফুটে উঠা বাণী
স্বপ্নে কবির দিবানিশি মনে থাকা রাণী,
মন খারাপে দুচোখ জুড়ায় দেখে রূপের বাহার
সাম্যবাদী যেথায় জুটে গরীব দুখীর আহার।


স্বদেশ আমার রক্তে লিখা ইতিহাসের পাতা
যূদ্ধবাজের বীর জননী, অতি দামী খাতা
নদী নৌকা, হাওর-বাওড়, সবুজ-শ্যামল ভূমি
দৃষ্টি সীমা নজর কাড়ে মায়া আনে চুমি।


স্বদেশ আমার হাতের কাছে পাওয়া হীরক মহল
দস্যু হানা রোধে তাইতো নিত্য করি টহল,
শাপলা জবা গায়ে মেখে বসাই পুলক মেলা
মায়ের সম্ভ্রম রক্ষাকারী জেগে কাটাই বেলা।


স্বদেশ আমার বিশ্বমঞ্চে সকল দেশের সেরা
গর্ব করি জন্মে যেথায় মায়া দিয়ে ঘেরা,
যেতে যেন পারি সদা ভালোবেসে তারে
যার কোলেতে মাথা রাখি, পাই যে কাছে যারে।