কতকিছু চোখে পড়ে
প্রজাপতি রাজপথে পাখামেলে ওড়ে
সুখ-পাখি উড়ে যায়
মনপুর পুড়ে যায়
অকারন অভিমানে ।
ইচ্ছে ছিল কত কিছু
শুধু উপায় ছিল না বলে
তুমি কত অসহয়
যাপিত জীবনে
এই নাগরিক ক্রন্দনে ।
ঈশ্বরও ভেঙ্গে যায় নিস্ফলা জমিতে
কৃষকের কান্নায় কৃষানীর হাসিতে
ভেঙ্গে যাওয়া বাঁশিতে।
মনে পড়ে বন্ধু খুব মনে পড়ে ।