আমাদের সব আছে |
মায়ের আঁচল আছে
বাবার শাসন আছে
দূরন্ত শৈশব আছে
কিশোরীর প্রেম আছে
বিরহের জ্বালা আছে
দাদা আছে দাদী আছে
নানা আছে নানী আছে
গল্পের ঝুড়ি আছে।
খেলার মাঠ আছে
বিল ঝিল খাল আছে
শাপলা শালুক আছে
বেলা আছে ভেলা আছে
মাঝি মাল্লা আছে
উদার প্রকৃতি আছে
ষড় ঋতুর সাজ আছে
জোড়া দীঘির ঘাট আছে
পাঁয়ে হাঁটা পথ আছে
পাহাড় আছে বন আছে
বহতা নদী আছে
লতা আছে পাতা আছে
ফুল আছে ফল আছে
ফসলের জমি আছে
গোলা ভরা ধান আছে
পুকুরে মাছ আছে
পাখির আকাশ আছে
আঁড়ালে শকুন আছে
সজাগ দৃষ্টি আছে।
সুখী জনপদ আছে
অভাবের সুর আছে
নগরে নাগরিক আছ
ইট কাঠ পাথর আছে
জীবিকার তাড়া আছে
বাড়ী আছে গাড়ী আছে
ট্রাফিক জ্যাম আছে
গদ্য পদ্য আছে
দীর্ঘ অতীত আছে
রক্তের দাগ আছে
স্বাধীন পতাকা আছে
সুর গান ভাষা আছে
রীতি আছে নীতি আছে
সততার খ্যাতি আছে
নিজ পরিচয় আছে
ত্যাগের অহংকার আছে ।
আমাদের সব আছে
এখনো সময় আছে –হয়নি যা কিছু
গড়ে নেব দুহাতে||