স্মৃতিরা ক্রমশঃ হাত বদল হচ্ছে।
স্থানান্তরিত হচ্ছে ঘটনা গুলো ।
স্বাক্ষী বদল হচ্ছে দূর্ঘটনার ।
চিৎকার করে করে নিকটবর্তী হচ্ছে
অন্তর্ঘাত ও আর্তনাদ,
এখানে ওখানে বিক্ষি্প্ত,
কখনো সমষ্টিবব্ধ কখনো সমস্বরে কিংবা একাকী ।
বিভৎস কিংবা মনোরম শোকযাত্রা শেষে
মিলিত হচ্ছে কেউ কেউ গোপন সভায় ।
প্রশ্নবি্দ্ধ জনপদ ।
দীর্ঘ নীরবতা ভেঙ্গে অনেকের সাহসী উচ্চারণে
যোগ হচ্ছে নতুন মাত্রা । কিন্তু অন্ধকার
ভাঙ্গছে না তাতে ।
তবু বসন্তের প্রতিশ্রুতির উপর আস্থাশীল কন্ঠগুলো
অপেক্ষা করে বিপ্রতীপ বিজয়ের,
অতঃপর সমঝোতা হবে।