যা কিছু সত্য বলে বিশ্বাস করি
তা খুব সহজেই ভেঙ্গে যাক
এমনটা আশা করি না কেউ।
উত্তম মধ্যম অধম কিংবা
সবুরে মেওয়া পাকার গল্প
শুনেছি বলেই যে বিশ্বাস করতে হবে
এমনও না। জানি তর্কে বহুদুর।
সৈয়দ আকাট মুকুল যাত্রা
আমার কাছের মানুষ,
কিছুতেই অবিশ্বাস নেই তার।
যার গল্প না শুনে
ঘুমাতে পারি না পরিচয় অব্দি।
তার নাকি তালুক ছিল
স্বাধীন ভাবে চাষ হত উদ্ভিদ।
অগাধ বিশ্বাস এর পরিনাম আজ
উঠোনে ধান ক্ষেত ।
মাটি ও মানুষের কাছে অবান্তর প্রশ্ন
এখন খালে হাস ঝিলে বক নেই কেন?
স্রোতের কাছে এদের নন্দনতত্ব
বড়ই ক্লান্তিকর।
সত্যি কথা বলতে কি
বালিকার অভাব যুবতি কখনোই
পুরন করতে পারে না,
যদি সে পূর্নদৈর্ঘ স্বপ্ন না দেখে।