তোমার ডাকে
বহমান কলোতান
মুখরিত শ্লোগান
রন্জিত রাজপথ
তবু তর্জনী বাঁকেনি ।
হে কবি
তুমি শোনালে অমর কবিতা খানি।
তোমার ডাকে
গন্জের হাটে ঘাটে
পথে পথে জনপদে
সূর হয়ে বাজল
মূ্ক্তির বানী
হে বীর সেনানী
তুমি মূক্তি পাগল জনতার কান্ডারী।
তোমার ডাকে
রক্তের স্রোতে ভেসে
নদ-নদী বয়ে বয়ে
ঘাটে এসে ভীড়ল
সোনার তরী
হে মাঝি
তুমি অপার জনতার পাড়ের কড়ি।
তোমার ডাকে
ফসলের মাঠ ঘুরে
কৃষকের হাত ধরে
কৃষানীর আঙ্গিনায়
নবান্ন এলো
হে বাঙ্গালী
তুমি আষাঢ়ে চাষার মাথার ঝাপি।