আমি যখন কোলে পিঠে
হাঁটি হাঁটি পা পা করি
আমি তখন দেখিয়ে ছিলাম
আমিও পারি হামাগুড়ি |


দাড়ি থাকলে থামতে হয়
গল্প যখন পড়ি।।


আমি যখন স্কুল পালাই
'য' ফলা 'র' ফলা পড়ি
তখন থেকে স্বপ্ন সাজাই
নিজ খেলাঘর গড়ি |


দাড়ি থাকলে থামতে হয়
গল্প যখন পড়ি।।


আমি এখন শিশুর পিতা
শেক্ষাই পড়াই তৈরী করি
আমি এখন পথচারী
পথ ও পথের দিশারী ।


দাড়ি থাকলে থামতে হয়
গল্প যখন পড়ি।।