কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
মাদকাসক্ত ছেলেটির জন্য
যার সম্ভাবনার জীবন আজ গহীন অন্ধকার ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
বেকার ছেলেটির জন্য
যার কান্না ভেজা কন্ঠে শুধু হতাশার গান।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
নাকফুল হারানো মেয়েটির জন্য
যার প্রতিটি রাত বাসর রাত ষ্টেশন ফুটপাথ
কিংবা অলি গলির অন্ধকারে ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
শিশু শ্রমিকটির জন্য
দায়বদ্ধতার মুক্তি নেই
স্বপ্ন কুঁড়ি পথকলি কিংবা টোকাই
যে যাই বলো তারে।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
ক্রসফায়ার বন্ধের জন্য
মাননীয় স্বরাষ্ট্র ----
জনতাকে বোকা ভেবে
আর কত নাটক সাজাবে ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
দুর্নীতিবাজ আমলার বিরুদ্ধে
আর কত সুযোগ সুবিধা পেলে
তোমার অভ্যাস বদলাবে ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
উচ্চ সুদে স্বপ্ল ঋন প্রদানকারী এন জি ওর বিরুদ্ধে
ঋনের জালে আটকা পরে কত মানুষ
স্বর্বস্ব হারাবে ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
অসহায় ভগবানের জন্য
যার খাসকামারা আজ শয়তানের দখলে ।
এখানেই থামার ইচ্ছে ছিল
কিন্তু আশাবাদী ভাবনা গুলো বলতে চায়
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
সেই প্রবাসী বন্ধুর জন্য
যার প্রেরিত অর্থে আজ
নিরাপদ বৈদেশিক রিজার্ভ ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
জননেত্রী শেখ হাসিনার জন্য
যার নেত্রীত্ব ও পরিকল্পনায় দেশ আজ
স্বল্পোন্নতের ভেলা থেকে উন্নয়নশীলের নৌকায়।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে
একটি শক্তিশালী বিরোধী দল গড়ার জন্য
যার নাম বাংলাদেশ ওকে ইউনিয়ন
মূলনীতিঃ সময় গতি বিবর্তন ।
কবিতা লিখব
কবিতা আমাকে লিখতেই হবে ।।