এই জনপদ দুখী
জেনেও কেন এমন করে
ভাঙ্গছো দুপার খেলার মাঠ,
বসত ভীটা চাষের জমি।
হে নদীরে নদী
কে বুঝবে দুখীর ব্যাথা
তুই না বুঝিস যদী।
পাহাড় মাথায় হাত বুলায়
বর্ষায় তোর বুক জুড়ায়
তবুও কেন শিশুর মতো
ভাঙ্গা গড়ার খেলায় মত্ত।
হে নদীরে নদী
কে বুঝবে দুখীর ব্যাথা
তুই না বুঝিস যদী।
বৈশাখে তোর হাঁটু জলে
মাছ ধরেছি জল কুড়িয়ে
দিন কেটেছে তোর কোলে মা
হাপুর হুপুর ডুব সাঁতারে।
হে নদীরে নদী
কে বুঝবে দুখীর ব্যাথা
তুই না বুঝিস যদী।