এই তো চলার পথ
ফুটেছে বন-ভাট পথের ধারে
এই তো খেলার মাঠ
সবুজের সমতট অবুজেরা খেলে।


এই তো  কচিপাতা
দুলছে তরুলতা বাউলা বাতাসে।
এই তো  রিনিঝিনি
ফিরছে একাকিনী আউলা কেশে।


এই তো  টুনটুনি
করছে নাচানাচি-লাউয়ের মাচাতে।
এই তো  গিড়িবাজ
মেলেছে পাখা আজ-আকাশে প্রভাতে।


এই তো  ছোট নদী
বইছে নিরবধি ব্যস্ত পারাপারে।
এই তো  পদ্ম
ফুটেছে সদ্য শান্ত সরোবরে।

এই তো মেঘমালা
খেলছে সারা বেলা সু-নীল আসমানে।
এই তো দেশের গান
গাইছে উদাস মন একা নিজ নির্জনে।