সুবাসিত হবার নেই প্রলোভন
অমূল্য সন্মান নেই প্রয়োজন
যদিও বসন্তে জোটে না পুরষ্কার
ক্ষতি নেই তবুও ঘটে না তিরষ্কার ।


ফোটে না বলেই সে ঝরে না কখনো
ভ্রমরেরা উৎপাত করে না কখনো,
ওঠে না কখনো সে গলায় যাহার
পরে না কখনো সে চরনে তাহার ।


করে না কখনো সে আত্ম অহংকার
হয় না কখনো সে সাজানো উপহার,
চায় না কখনো সে প্রচার প্রসার,
দাবী নেই কারও কাছে নেই অধিকার।
দুঃখের চারা গাছ
অবশেষে হয়েছে পাতাবাহার ।।