গল্পটা ব্যক্তিগত তবুও বলিঃ
একদিন একটি প্রজাপতি
ঘাস ফুল থেকে উড়ে এসে
বসেছিল প্রতিবেশী এক বালিকার
সবুজ রং এর ফ্রকে ।
আমি প্রজাপতি ধরতে গিয়ে
নিজেই ধরা পড়েছি তার কাছে ।
তার পর কোন এক বিকেলে
পথে বৃষ্টি নামলো অঝরে
দৌড়ে গেছি কাছাকাছি
একটা বট গাছের নীচে দুজনে ।
বোঁটা ছিঁড়ে পাতা ঝরে জল পড়ে পড়ে
সেদিন প্রথম ঘরের বাহিরে
গল্প গুলো গিয়েছিল ভিজে।
মাঝে অনেক গল্প গেছে
অনেক জল গড়িয়েছে
সেই প্রবাহ নেই অতটা
বুকের বালুচরে।
তবু বর্ষায় প্রাণ নাচে
স্রোত বাড়লে ঢেউ বাজে
কালে ভদ্রে দেখা হলে
অনুরাগের মেঘ ডাকে আকাশে।
সেই থেকে ভালোবাসা রোদ বৃষ্টি এক সাথে.