আ-দিগন্ত মুক্ত সিমান্ত
অন্ত ও প্রান্ত এক বসন্ত
দূরন্ত দীপ্ত সিক্ত অনন্ত
রিক্ত হস্ত অপ্রসস্থ ।


হয়তো নয়তো যত্রতত্র
অফুরন্ত কবিতার ভক্ত
মুক্ত বিহঙ্গ দিক দিগন্ত
ফুল ফুটন্ত অলি আসক্ত।


আহ্ একান্ত শুধু অনুরক্ত
যদিও অব্যক্ত এক রক্ত,
পরশে আলতো ছিঁড়েছে বৃন্ত
ছিল না শর্ত উচ্চতা রপ্ত ।


সবাই সতর্ক শেষ মূহুর্ত
বাহির একত্র ভীতর বিভক্ত
উদিত ক্লান্ত অন্তে মুক্ত
লুপ্ত না সুপ্ত চিন্তা অনর্থ ।