কোথায় সে চেনা নদী ?
পার ভাঙ্গনের শব্দ।
উথাল পাথাল ঢেউ।
থই থই জলরাশি।
শ্রাবনের নিমন্ত্রনে
গড়িয়ে গড়িয়ে যায়
গৃহস্থের বসত ভিটায়।
ডুবে যায় মাঠ ঘাট বিল ঝিল
ফসলি জমি।ত্রানের অপেক্ষায়
বানভাসীদের মলিন মুখ।
জেলে পাড়ার উৎসব।
এ বেলা ও বেলা
কেটেছে সারা বেলা
আমার কলার ভেলা।
আষাড়ের গল্প শোনাতে
তোমার ডিঙ্গি এখন রাজধানীর বুকে।