শুধু শুধু কেন আমি বাঁধবো বাঁধন
   আজ না হয় কাল যখন আমি যাব মরে
তখন তো আমায় কেহ আর পারবে না
          রাখতে ধরে।

তাই তো চাই না বাঁধনে জড়াতে
   একা একা চাই যে থাকতে
শুধুই বাড়ে ব্যথার ভার
      নিয়ে লাভ নেই কিছু আর।


রচনাকালঃ ১৯৬৯