চারদিকে ঘুমের আয়োজন।
আর আমি নির্ঘুম কাটাই রাত্রি।


আমি স্বপ্নের পথে চলি
আমি তোমাদের অভিযাত্রী


আমি মানুষের কল্পনাতে দেই  হানা।
আমি খুঁজে বেড়াই হাজার বাহানা।



আমি তোমাদের প্রেমে হই কবি।
তোমাদের প্রেমে দেওয়ানা।


আমি প্রেমের কবি হতে চেয়েছি।
আর বহুবার হেঁটেছি কবিদের বাগানে।
আর প্রেমের  খুঁজে ঘ্রাণ খুঁজেছি প্রাণে।


        
আমি নির্ঘুম কাটাই রাত্রি।
আমি তোমার ঠোঁটে এঁকেছি মোর রাত্রি।
আমি আমার পথে হেঁটেছি কবিদের দলে।
আমি প্রেম খুঁজেছি  ভাবনার ছলে।


   আমি নির্ঘুম কাটাই রাত্রি।
আমি তোমার জাহাজে অভিযাত্রী।


আমি তোমার ঠোঁটে এঁকেছি তৃষ্ণা আমার।
আমি  কবিতায় ছবি এঁকেছি তোমার।



আমি কাটাই আমার নির্ঘুম রাত্রি।
তুমি কি হাত বাড়িয়ে, হবে মোর সাথী?



আমি ঘুরে বেড়াই হিমালয় থেকে মরু ভূমিতে  
আমি তোমাকে খুঁজি    কবিদের নগরীতে।