চাঁদেরহাট
=========
আব্দুল্লাহ আল মামুন


আমি পূর্ণতা অনুভব করি।
স্নিগ্ধতা অনুভব করি প্রাণে।
জেগে উঠার উচ্ছাসে।


বাংলার মাঠে, ঘাটে বনে।
কবিদের চাঁদের হাটে।
আমি জেগে উঠি বাংলার বুকে।
নতুন করে জেগে উঠার সুখে।



আমি দেখিতে পাই সুখ।
যখন জেগে উঠে যুবাদের বুক।
যখন মাঠে থাকে ভরা পুর্ণিমা।



আমি যৌবন দেখি চাঁদেরহাটে।
আমি কাব্য দেখি এই বাংলার মাঠে।
আমি স্নিগ্ধতা খুঁজে  পাই কৃষকের হাসিতে।
প্রাণ খুঁজে  পাই  মানুষের  যৌবনে।



আমি প্রেম দেখি।
বাতাবিলেবুর গন্ধে।
মাঠে মাঠে জোড়া শালিকের  প্রেমে।



আবার  মাঠের কোণে সূর্যি মামা নামে।
ভরা দুপুরে  কৃষকের বুক ভরা ঘামে।



আমি আমার সব খুঁজে পাই।
এই ভরা যৌবন খুঁজে পাই।
এই বাংলার পথে।
কৃষাণীর  এক চিলতে হাসি মাখা ঠোটে।



গ্রাম্য বধূর লজ্জাবতী মুখে।
আমি পৃথীবীর সুখ খুঁজিয়া পাই।
খুঁজিয়া পাই বাচার মানে।