চিঠি
#########
মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
####
দখিনা জানালা খোলা রেখে দিলাম।।
চলে এসো, চলে এসো আমার বারান্দায়।
যদি মনে চায়, কখনো আশা জাগে মনে।
সেই কবে কথা লিখেছিলাম চিঠির খামে।
সেই খাম আজ শুকিয়ে নষ্ট কাগজে পরিণত হয়েছে।
শরৎ চলে গেল।
শীতের হীম শীতল শুভেচ্ছা রেখো কবি।
যদি মন চায়, মনে রেখো।
লিখে রেখো এই নাম।
আজ থেকে শত বছর পর।
মনে রেখো কোন কোয়াশা মাখা সকালে।
তোমার কথা ভেবেছিলাম এই আমি।
তোমার প্রেমে ছিল মন চঞ্চল।
কবি মনে রেখো এই আমাকে।
তোমার ভালোবাসা রেখেছিলাম কবিতার মাঝে।
আমার সবুজ চিঠির খামে।
কবি মনে যদি থাকে।
তখন কষ্ট নিও না।
ভালবেসে কবিতাখানি আবৃতি করিও।
ভালোবেসে স্মরণ করিও মোর নাম।
খোলে দেখিও চিঠির খাম।