জেনে রেখো আল্লাহ এক
============
সকল কাজের শুরুতে,
শুরু করি আল্লাহর নামে,
যাহার জিকির সারা জাহানে,
প্রতিটি স্পন্দনে, প্রতিটি প্রাণে।
প্রতিটি প্রাণীর অন্তরে।


জেনে রাখো আল্লাহ এক।
তাহার কোন সমকক্ষ ছিলনা কালেকালে।
না কেউ ছিল তাহার  চাইতে বড়।
না আছে, না হবে।


তিনি ছিলেন, আছেন, থাকবেন ।
এই ধরাতে,  বিচারকের বিচারক হয়ে।
বাদশাহদের বাদশাহ, রাজার অন্নদাতা হয়ে।
গরীবের পালনকর্তা হয়ে।
জীবের প্রভু হয়ে।


তিনি এক প্রভু।
তার কোন ওয়ারিশ ছিলনা কোন কালে।
না ছিল কোন পিতা মাতা, ।
তাকে জন্ম দেয়নি কেহ,  
না তিনি কারো জন্মদাতা।


তাহার সমতুল্য কিছু নাই।
জেনে রাখো তিনি এক।
এ দুনিয়া তাহার মুখাপেক্ষী,
তাহার দয়াতেই প্রাণ আছে বসুন্ধরায়।


জেনে রাখো,  
তাহার কোন ক্ষুধা নাই,
নাই কোন তৃষ্ণা , ব্যথা, যন্ত্রণা।
তিনিই মহান, করুণাময়, ।


জেনে রাখো বিশ্বাসীদের হবে জয়।