কবিতার ভালোবাসা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
এটাও প্রেম।
যদি তুমি বুঝতে পারো।
যদি মনকে বড় করতে পারো।
যদি নিজেকে বুঝতে পারো।
কবিতার প্রেম।
কবিতার ভাষার সাথে প্রেম।
কবিতার শব্দের সাথে প্রেম।
এটাকে তোমার কবিতা নয়।
মনে হতে পারে অন্য কিছু।
আমি হয়তো কবি নই।
আমার কবিতা মহৎ নয়।
এই ভাষা তোমার মনে সারা জাগাবে না।
আমার কবিতা জঘন্য মনে হবে।
আমাকে কবি মনে হবে না।
তবু কবিতা বেচে থাকুক সবার মনে।
ভালোবাসা জেগে থাকুক সবার মনে।
কবিতার ভালোবাসা।
যে ভালোবাসা জাগতিক সব ভালোবাসা হতে গভীর।
এই সমাজের লোভনীয় সব কিছু হতে।
পুঁজিবাদী সকল চাওয়া হতে।
এই প্রেম তোমার মনের কাছে থাকে।
তাই জেগে থাকো ভালোবাসা নিয়ে।
যে প্রেম মরেনা।



এই ভালোবাসা থাকুক সকল কবির মনে
এই ভালোবাসা তাজা করুক সকল কবির হৃদয়।
এই ভালোবাসা দূর করে দিক হিংসা, অহমিকা,  
এই ভালোবাসা থাকুক।
বেচে থাকুক হাজার বছর।