কবিয়াল ভাবনা
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন -


অনেককাল পর আমি জ্বলসে যাওয়া বুক দেখেছি
দেখেছি ঠান্ডা হওয়া পুরা মাংসের দাঘ।


দেখেছি একটি ফুটন্ত হাসি '
বলতে শুনেছি তোমায় ভালবাসি।
দেখেছি শীতের কোয়াশায় "
ঢেকে গেছে শালিকের পাখা।
তোমার চিবুকে একটা চুমু আঁকা।


দেখেছি রঙগুলি উড়ছে ডালে ডালে
দেখেছি তুমি নীল শাড়ি পড়ে।
ফুল গুলো তোমার কোলে।


তোমার নগ্ন পায়ে "


ঘাস ফুলেরা দিয়েছে ছুয়ে '
ফুটেছে তারা আল্পনা হয়ে।
চুমু দিচ্ছে কোয়াশারা তোমার পায়ে।
যেখানে স্বর্গসুধা পরেছে লুটায়ে।