নগর কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


========
এই নগরের কবি,
তোমাকে দেখেছি আমি নাগরিক জীবনের ভাবনায়।
দেখেছি রৌদ্রের মিছিলে।
এই শহরের ওলিতে গলিতে।
দেখেছি তোমায় রাজপথে
শ্লোগানে মগ্ন তুমি।


দেখেছি তোমাকে।
বায়ান্নর ভাষা আন্দোলনকারীদের মিছিলে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
এই স্লোগানে ঝলসে উঠা তোমার চিবুক।
তোমার কন্ঠে বারুদের ঝংকার।
বজ্রকন্ঠী আওয়াজ তুলছিলে বার বার।



তোমাকে দেখেছি কবি।
দেশ মাতার সন্তানরূপ প্রতিছবি।
একাত্তরে তোমার হাতে রাইফেল।
তুমি বারুদের গন্ধে তখন উচ্ছসিত।
তোমার বুকে বাংলা মায়ের প্রেম লালিত।



কবি তোমাকে দেখেছি।
দেখেছি ধুলোমাখা শহরের রাস্তায়।
দেখেছি নুর হোসেনের বুকে।
বার বার তুমি কলম ধরেছো।
বার বার তুমি মরেছো।



কবি তোমাকে দেখেছি বাংলার পথে প্রান্তরে।
তোমাকে দেখেছি শহরের রাস্তার মোরে।
তোমাকে দেখেছি চায়ের কাপে আড্ডাবাজ দের ভিড়ে।
তোমাকে দেখেছি ক্লান্ত বিকেলে রাস্তার ধারে।



কবি তোমাকে দেখেছি।
বই মেলাতে কবিতা হয়ে ছুটছিলে তুমি।
কবিদের মুখে, প্রাণে, আত্মার মাঝে।
নতুন বইয়ের ঘ্রাণে,
কবিতা প্রেমিক পাঠকের প্রাণে।


কবি তোমাকে দেখি তারুণ্য জাগরিত গানে।
তোমাকে দেখেছি মিছিলের স্লোগানে।
বজ্রকণ্ঠি নেতার ভাষণে।



কবি তুমি সবখানে।
কবি তুমি মানুষের প্রাণে।
বেচে থাকার আহবানে।