অদ্ভুত সব ভাবনা
++++++++++++
মোঃ আব্দুল্লাহ আল মামুন


মেয়েটা ভাবে "
ছেলেটা তার দেহের প্রতি লোভী।


ছেলেটা ভাবে "
মেয়েটা তার  অর্থের লোভে ব্যাস্ত
অর্থ ছাড়া কিছু চিনে না '



বড়লোকেরি প্রেমিকা থাকে "
তাই মেয়েরা লোভী '



কি অদ্ভুত মানুষের ভাবনা।



যে কবিতাটা পড়ছে "
সেও না বুঝে কত কি ভাবছে '
লেখকটা আস্ত বোকা '
কি লেখতে হবে বুঝেই না।



ভাবনা গুলো একদিন থাকবেনা '
না থাকবে তুমি '
থেকে যাবে এই পৃথিবী '
অনন্ত কাল ধরে সে ছিল।



মেয়েটাও ভাবে ছেলেটি প্রতারক '
মেয়েদের বুঝে না '
বুঝে শরীর ' মাংনা পিন্ড '



ছেলে টা কি ভাবে "
তা দেখার নেই কেও '
এটাই তার ভাবনা ''



কি অদ্ভুত আধুনিক জগৎ "
সবার ভাবনা গুলো "
মানসিক রোগীর মত '


এটা ভাবে এ মানুষ গুলো '
অথচ তার মনেও লুকিয়ে আছে "
সেই ভাবনা গুলি '



অদ্ভুত সব ভুতুড়ে ভাবনা।
ভাবে সেই মহাজন।
আমিই সবচাইতে গুরুজন।
আমি সবার গুনিজন '


তাই তার অহংকার বড়।।


একদিন ছেলেটা সাথে মেয়েটার।
মেয়েটা সাথে ছেলেটার '
একটা স্পর্শকাতর প্রেম হয়।
দুজনেই স্ব স্বাধীনতায় বিশ্বাসী "



বিশ্বাসী অদ্ভুত ভাবনার ফাঁদে '
তাই তাদের প্রেম কাঁদে '
ছিন্ন হয় অদ্ভুত ছলনার ফাঁদে '
স্পর্শকাতর "লুতুপুতু প্রেম '



মহাজন, গুনিজন ভাবে প্রভাতে '
মেয়েরা আছে তার হাতে "


সবাইকে পারে সে ভোলাতে "
মিষ্টি কথার ছলেতে "
সবাই নাচে তার কথাতে '



সে আছে খুব সুখেতে "
সে আছে কি অদ্ভুতুড়ে চিন্তাতে '


সেটা আসে না তার মগজে '
আজো আসে নাই কল্পনাতে
ভুলে ভরা কল্পনাতে "
ভুলে ভরা ভাবনাতে "