কবিতা এখন শুধু শব্দের খেলা
----------------------------------
এখন আর কবিতা লিখতে ইচ্ছে করে না।
কবিতা এখন শুধুই শব্দ নিয়ে খেলা।
তোমার প্রাণে শুধুই অবহেলা।
এর কোন মূল্য নেই।



সকালের ফুল ঝড়ে যায় সন্ধ্যাবেলা
সকালের সূর্য ফিকে হয় বিকালবেলা।
তেমনি তোমার মনে কবিতার ভাষা করে না খেলা।
অসহায় সব কবিতার প্রেম।



প্রিয়া তুমি আর সেই আগের মত নেই।
তোমার চোখ এখন বাস্তবতা খোঁজে মরে।
তোমার চোখে কবি নরপিশাচ।
কবিতার ভাষাতে মন আর শান্ত হয় না।


শান্ত হয় চোখের শান্তিতে
মন তো ভাবনা হীন পথের পথিক।
চারদিকে সে অন্ধকার দেখে।


বাস্তবতার কঠিন ইটের দেয়ালে তুমি হারিয়ে গেছ।
তাই কবিতার ভাষা গুলো শুধুই শব্দ।


তাই কবিতা লিখে কি লাভ বল?
কি হবে অবাস্তব সব কল্পনা বুনে?
কেন আমি একা এখানে বসে থাকবো?
যেখানে তুমি নেই।


কেন ভুলে ভরা সব ভাবনা দিয়ে লিখবো?


এখন পৃথিবীতে স্থান  করে নিয়েছে বস্তুবাচক প্রেম।
কঠিন ইটের মতই শক্ত সে ভাবনা।
যাহা দেখি তাহা ই বিশ্বাস করি।
এ কথা তোমার মনেও বাসা বেধেছে।
বাস্তবতা সব কিছুকেই গ্রাস করেছে।
কবিতার ভাষা কেও  করেছে ফিকে।
নষ্ট করেছে তোমাদের, আমাদের স্বপ্ন ।
বাস্তবতার বস্তু বাদী হয়ে নাস্তিক মন সবার।


কারো মনে বিশ্বাস বেচে নাই।
বেচে আছে মৃত  প্রেমের পেত আত্মা।


সবাই বিশ্বাসের কথা বলে।
মুখে কথার ফুল ফোটায়।
কাজের সময় সবার মনেই ভর করে।
বস্তু বাদী চিন্তার সয়তান।
প্রেম আর কবিতা তখন অসহায় হয়ে মরে।
স্বপ্ন  তখন ভোগে অক্সিজেনের অভাবে।
বিশ্বাস তখন শূন্যে  উড়াল দেয়।
মন তখন কঠিন হয় তোমাকে দেখে।


তাই কবিতা আর লিখবো না।
কাজের খোঁজে দৌড়াতে দৌড়াতে,
আমিও বেকার খ্যাতাবে ভূষিত।
তোমার মনের ভাবনা হতে বিতাড়িত।


এখন তোমার কাছে মূল্য নেই ভালবাসার।
তোমার কাছে মূল্যবান ভালো থাকার।
ভালো করে বসবাস করার।
ভালোবাসা চাও জীবন বীমার মত।
যেন ভালবাসার মৃত্যু  হলে।
তুমি সুখে থাকতে পারো।
বীমা কোম্পানীর অর্থ যেমন আসে তেমন।