••••••••••••••••
ব্যাস্ত শহরের পথের বাকে।
ডাকছে কালো কাকে।
কে তাকে দেখে
কেনই বা দেখার অভিনয় করবে।
চোখে তাকানো আর দেখা কি এক?
সব দিকে তাকালেই কি দেখা হয়?
চোখের তাকানো আর মনের দেখা
ফারাক বিস্তর আছে ।
বিশ্ব মানবতা আজ তাকিয়ে আছে।
বেহায়ার মতো তাকিয়ে আছে।
নাফ নদীতে ভেসে আসা শিশুদের।
চারদিকে গন্ধ ভাসছে লাশের।
রক্ত দিয়ে হলি খেলা।
সব কিছুই আমরা দেখছি না।
লাশের দিকে তাকিয়ে বিশ্ব মানবতা।
"
"
তারা জেগে আছে।
দেখেই শান্ত তারা ।
মানবতার চিৎকার কানে যায় না।।
মনের চোখে দেখে না তারা ।
তারা শুধু তাকিয়ে থাকে।।।
'
'
লাশের পাহাড় দিয়ে
ইতিহাস গড়তে চায় ওরা।
রোহিঙ্গারা মানুষ নয় ।
তাদের কিসের অধিকার!!
"
"
বিশ্ব আজ তাকিয়ে আছে।
রাস্তায় হেটে যাওয়া শিশুর মত।
কাকের দিকে যেভাবে তাকায় শিশু।
লাশের দিকে তেমনি তাকিয়ে আছে।
রোহিঙ্গা আয়লানদের লাশ।