কবিতা কি কথার চটক কিছু।।ভাব 'যাদু ।মধধু


একটি বাক্য কি করে করে??? সে তো অনেক কিছু বুঝাতে পারে।।আমি যা বুঝি তার চাইতে বেশি।।।অনেক বেশি।।আমার জানা থেকেও 'বোধ ভান্ডার থেকেও বেশি।কবিতা কি মধুর মত? ।।।
গদ্য কবিতা সব সহজে বললেও।।
অন্য সব তো তেমন নয়।।


তবে কবি কি জানেন? কবিতাতে সে কি বলতে চাচ্ছেন????সে হয়তো জানে।।
আমরা একটা কবিতা সম্পর্কে যা ভাবলাম।।
তা নাও হতে পারে।। তাই ইচ্ছামত কিছু বলার মত কিছু আছে ।।


না জানতে চাওয়া""""
কবিতার সব শব্দ
শাব্দিক অর্থ প্রকাশ করবে সেটা হয় কি????.
রুপক  বা ব্যাঙ্গ ও হয়।।।।



আরো কত কি"""""


বাক্য অর্থ আর কবিতার অর্থ এক নাও হতে পারে।


যা দেখছি সেটাই হবে তা নয়।।
যা পড়ছি তাও হবে কি??
কবিতা তো কবিই লেখে।।


সেটা অবশ্যই একটা ভাবনা।।


ভাবনার মর্যাদা চায় না কবি।।। শুধু  বুঝলেই চলবে।।