তুমি নীল আকাশ দেখেছো,
সাগর দেখোনি,
সাগরের নীল দেখোনি।
আমি স্পর্শ করতে পারিনি।
ধরতে পারিনি সেই নীল ।



তুমি নষ্ট হয়েছ ।
আমি কষ্ট নিয়ে তপ্ত হয়েছি।
আমি বুঝতে পারিনি।



এ পৃথিবীতে,
মানুষ নামের কিছু পিচাস বাস করে,
তুমি বলেছিলে,
আমি বিশ্বাস করিনি।



বিশ্বাস করিনি কেন,?
না করে কি ভুল করেছি?
কত বড় ভুল করেছি?



আজ সময় তার উত্তর দেয়।



তুমি আকাশের নীল দেখেছ,
আমি দেখেছি সাগরের নীল।
আকাশের নীলের একটা প্রতিফলন।
আমি ধরতে পারিনি।
বলতে পারিনি কিছু।



তুমি নষ্ট হলে
আমি তপ্ত হলাম।
বুঝতে পারেনি কষ্টগুলো।



কত কি কথা ছিল ,
কত কিছু বলার ছিল,
এই মুখোশে ঢাকা সমাজ ,
সেই কথা ছিনিয়ে নিল।



তুমি পাথর দেখেছ।
আমি কালো মাটিকে পাথরে পাহাড় ভেবেছি
বুঝতে পারিনি।



কত কথা তোমার ছিল।
আমি শুনতে পারিনি।



তুমি আকাশ দেখেছ।
আমি ধরতে পারিনি ,
তোমার মনের কথার উত্তর দিতে পারিনি
মনের কথা বুঝতে পারিনি।