আমি বেচে আছি একা
একলা জীবন নিয়েই বেচে থাকা
পথ চলি একা একা
পাইনি কার দেখা
আমার আকাশে রঙগুলো ছড়ানো
কেও দেখতে আসেনা কখনো
কেও দেখেনি কখনো
আমি একলা পথিক,
এখনো ঠিক করিনি যাব কোন দিক
কোথায় আমার ঠিকানা,,
আজও চেনা হলনা
কেও জানাতে এল না
তাই আমি বড় একা
আমার স্বপ্ন গুলোও একা
একা একা বেচে থাকা "
আর সাথে মিশে আছে নি:সঙ্গতা
একাকি জীবনের সাথে
এ জীবন শুধুই একা,
মনের ক্যানভাসে হলনা কার ছবি আকা।
শুধুই রঙ ছড়িয়েছি,
কেও দিলনা দেখা।
মনের আকাশ একাশ এখন শূণ্য
চাঁদের আলো ছড়াচ্ছে সেখানে,
দেখার নেই কেও
আমার এ শূণ্য কুটির,
এ কুটিরে আমি একা।
আমার এ ভুবন,
আমার এ বেচে থাকা,
সব কিছুতেই লাগে শুধু একা একা।
আমার ভাবনা,,
আমার কাছে লাগে শুধু যেন ছলনা।
এ ছলনা থেকে যেন মুক্তি মিলেনা,,
হাজারো চেষ্টার পরেও।।
মিছে ছলনা আমায় কেন ছারেনা?
সেটা আমি বুঝিনা।।
আমি বেচে আছি একা