তোমাকে খুঁজিনি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন


স্নিগ্ধ বিকালগুলো আমার নয়।
তুমিও আমার হবেনা।
চারদিক অন্ধকার হবে।
আর পাহাড় হবে গহীন অরণ্য।


তুমি আমার ছিলে কি?
না আমি তোমার স্পর্শ পেয়েছি কোনকালে?
আমি তোমার সেই নদীর ধারে,
রাখাল হয়ে ঘুরে বেড়াইনি কোনদিন।


আমি তোমার দেখা পেতে,
যাইনি কোনদিন মন্দিরে, মসজিদে, মাজারে।
বলিনি কারো কাছে আমার চাওয়া আছে কি।
আমি কোনদিন কাওকে বলিনি।


তোমাকে কখনো খুঁজিনি।
না জানি তোমার ঠিকানা।
আমি বিকালের রোদে একা একা হেটেছি।
জীবনের প্রয়োজনে বেচে আছি ভেবে।
হাজার মায়াবী স্বপ্ন দেখেছি।


তারপর হেটেছি উত্তরের তটরেখা ধরে।
দক্ষিণে মরুপ্রান্তরে, হিমালয়ে, আর সবুজে।
তারপর মিশরের পিরামিড যেখানে আছে।
আমি খুঁজিনি তোমাকে কোনদিন।
আমি শুধু জীবনের প্রয়োজনে হেটেচলেছি।


তোমাকে দেখিনি।
তোমাকে খুঁজিনি।
তোমাকে দেখিনি।