এই কাপুরুষের দল।
সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও।
কেন মুঠোফোনে কর হুমকি ধামকি?


কেন মিছে দেখাও ভয়?
এ যৌবন বারবার রাজি আছে দিতে প্রাণ।
ভয় পায়নি কোনদিন, আলিঙ্গন করেছে মৃত্যুকে বারবার।


আর কত ভয় দেখাবে?  
কেন এতো অহংকার তোমাদের?
কেন বারবার ভয় দেখিয়ে জয় করতে চাও ক্ষমতা?


আমরা কি ভয় পাই?


বারবার মাথা তুলে দাঁড়াবো,।
মোরা মুক্তিযোদ্ধা জাতি,
মাথা উঁচু করে বাঁচাই যাদের মূলমন্ত্র।
ভয় দেখাতে চাও?  কেন এতো নির্লজ্জ আচরণ?



ওহে ভীতু কাপুরুষের দল।
সাহস আছে আমাদের যুবাদের বুকে।
ভয় করেনা সত্য বলিতে তারা।
তারা নির্ভীক,  তারা মুক্তি পাগল।
তারা উন্মাদ,  তারা এ যুগের মুক্তিযোদ্ধা।


ক্ষুদে বার্তায় ভয় দেখিয়ে।
থামাতে পারবে না ছাত্রদের অধিকার আন্দোলন।
না থামবে যুব আন্দোলনের বজ্রকন্ঠ।


আমাদের লড়াই চলবে৷
এ ভীতু কাপুরুষের দল।
ভয় দেখিয়ে থামাতে পারেনি কেউ।
তোমরাও পারবেনা থামাতে।


আমিও জ্বলে উঠব।
জ্বলে উঠব আগুনের মতো।
বারুদের মতো জ্বালিয়ে দিবো তোমাদের।
অত্যাচার আর শাসকের দিন শেষ হবে।
শেষ হবে  তোমাদের কালোদিন।


মোরা আবার জেগে উঠবো।
বারবার জেগে উঠবো।
শাসকের লেজে ধরিয়ে দিবো আগুন।
আমরা ভয় করিনি, ভয় করিনা।
আমাদের দেহে আছে  লাখো শহীদের রক্ত।
মোরা বাঙলা মায়ের সন্তান।


বারবার মাথা উঁচু করে।
জেগে উঠবো,  বিদ্রোহী প্রাণ মোরা।
জেগে উঠবেই আঠারো কোটি প্রাণ।
শাসকের ক্ষমতা থামাতে পারবে না আমাদের।



বারবার ভয় কেন দেখাও?
ভয় কেন দেখাও ও কাপুরুষের দল?
আমরা কি মরণে ভয় করি।


আমরা জেগে উঠলে,  জেগে উঠবে জাতি।
তোমাদের দিন শেষ হবে।
একদিন ছাই হবে শাসকের কালো হাত।