বিশ্ব মাতার মুকুট তুমি উচ্চে কর অধিষ্ঠান,
একাত্তরের শহীদ সেনার রক্তের মত লালে লাল।
প্রভাত বেলার তরী তুমি পাল তুলে যাও চলে,
সন্ধ্যা আভার রক্ত আলোয় মন নিয়ে যাও কেড়ে।
ঘুম ভাঙ্গানির গান গেয়ে রোজ জেগে ওঠো তুমি,
তোমায় দেখে জেগে ওঠে বিশ্ব মাতৃভূমি।
পূব কোনাতে উদয় তোমার পশ্চিমাতে অস্ত,
ধরনীর বুকে শিশু জন্ম তেমনি বৃদ্ধ মৃত্যু।
যখন তোমার ঘুম ভেঙ্গে যায় দিনের স্বপন দেখে,
তখন তুমি জেগে ওঠো আলোর হাসি হেসে।
গগন মাঠে মেঘ জমে যায় আষাড় কিবা শ্রাবনে,
হারিয়ে যাও তুমি তখন মেঘ পাহাড়ের মাঝেতে।
দাও যে তুমি কত খাদ্য বৃক্ষ শাখার পত্রে,
লিখে রাখে তোমারি নাম তাদের প্রতি ছত্রে।
উদার মনের মন যে তোমার তুমি মহানুভব,
তুমি মোদের আলো আশা তুমিই মোদের সব।