নিশি জাগা চাঁদ মিষ্টি হেঁসে উঠেছে গগন মাঝে,
রূপালী পরশ বুলিয়ে দিয়েছে বাংলার পথে মাঠে।
আঁকা বাঁকা পথ হঠাৎ গেছে কোন সুদূরে মিশে,
দূর বাগানের ঐ কিনারায় হয়তো গেছে থেমে।
ঝিঁ ঝিঁ ডাকে সারা রাতে বুনো ঝোপের আঁড়ে,
জোনাক জ্বলে মিটিমিটি বাঁশ বাগানের ধারে।
নদীর পানি উচ্ছলে পড়ে হোগলার বন মাঝে,
তরণী চলে বাদাম তুলে রূপার আলোয় সেজে।
গাঁয়ের চাষীরা ফ্সলের ক্ষেতে আসে যে ফ্সল নিতে,
পল্লী গানের সুরের মাঝে ক্লান্তি যে সব ভুলে।
পাড়ার লোকেরা একসাথে বসে করে নানান গল্প,
কাউবা বলে অনেক বেশি কেউবা বলে অল্প।
কেউবা বসে গল্প শোনে বৃদ্ধ দাদুর কাছে,
রূপকথা সব থাকে যেন হৃদয়ের সাথে মিশে।
চাঁদের আলোতে পরী নেমে আসে পরীর রাজ্য ছেড়ে,
দাদুর গল্পে শিহরন জাগে এমন কথা ভেবে।
এমন চাঁদনী রাতে শুধুই রয়েছে আলোর হাঁসি রাশি,
মনের ভেতরে ভেসে ওঠে মুখ যারে আমি ভালবাসি।