থানার মোড়ে বসে থাকা আর আড্ডবাজী
এরই মাঝে মেয়েটিকে দেখা- যেন উপরওয়ালার কারসাজী,
হঠাৎ তার পিছু ফিরে তাকানো
সাথে ছিলো হাসি ভুবন ভুলানো ;
সেই থেকে সে হলো মনের সেলফি
শ্যাম সুন্দরী মায়েটি মাসফি।


কয়েকদিন এভাবে হলো চোখাচোখি
হঠাৎ কথা বলার সম্ভাবনা দিল উকি,
পিছু পিছু হেটে গেলাম রেল লাইন ধরে
প্রথম কথা হলো "বুঝছ নাকি-  কিছু বলতে হবে তোমারে,
সরল ভঙ্গীমায় দিল সম্মতি
শান্ত হলো কথা বলার আকুতি;
সাথে দিলো হৃদয় কাপানো হাসি
মেয়েটি বড়ই মিষ্টি আর সাহসী।


শুরু হলো রোজ রেললাইনে হাটা
জমে উঠলো নব্য প্রেমের আসরটা,
মন মাতানো হাসিটা আজও মাতিয়ে রাখে আমায়
মাসফি তোমাকে বুঝাতে পারবো না-
ভালোবাসি যে কতোটা তোমায়;
এমনি স্নিগ্ধ হাসি হেসে থেকো আমার হয়ে
আজীবন ভাসবো ভালো অন্তর-আত্না দিয়ে।।


উৎসর্গ: প্রিয় বন্ধু আরিফ ও তার হাস্যউজ্জ্বল মাসফি কে তাদের ভালোবাসার সফলতায় উৎসর্গ করলাম।