আজ তোমাকে তুই বলে ডাকলাম
'তুই' নাকি অনেক আপন ডাক শুনেছিলাম,
আমাতে কিসের এত অপারগতা তোর
অফুরন্ত ভান্ডারের মালিক হে অবিনশ্বর।


আমি কি তোর ফুকে দেওয়া রুহু নই
তবে অন্যদের থেকে ভিন্নতা কই?
যা সব থেকে বেশিকরে চাওয়ার
তাতেই ফল নিরাশার,
কেন এই বৈষম্য শুধু আমাতে
তুইতো সর্বদাতা বিশ্বজগতে!


ক্লেশের জীবন কতই আর
নিত্য ভাঙছে ধৈর্য্যের পাড়,
স্বপ্নগুলো কি এতোই দামী
তোর তো সবই জানা-হে অন্তর্যামী!