তোমায় আমি বলবো না সর্বনাশী ঝড়
যে তুমি আমার সব তছনছ করে দিয়েছ;
তুমি ছিলে আশীর্বাদী বর্ষা,
আমার সব ছিনিয়ে নিয়েও
দিয়ে গেছো আনকোরা কিছু;
যা নতুন করে শুরু করার জেদ সঞ্চার করে,
উর্বর পলির মতো সজীব উদ্দীপনা যোগায়।
তাই আশীর্বাদ তোমাকেও
নব পরিবর্তনের উপকারার্থে,
অর্বাচীন সংকল্পের বদলে।
জানিনা সাফল্যের সেই সৌরভ পাবো কি না
তবু স্বপ্ন দেখি বিজয়ী ফুল হয়ে ফুটবার,
স্বস্তির সেই সকাল দেখবো কি না-জানিনা;
তা স্বত্বেও কৃতজ্ঞতা জানাই তোমাকে
অসু সংগ্রামের পথে দৃঢ় করার বিনিময়ে,
নির্মম সিদ্ধান্তের অটলতার অভিপ্রায়ে।।