সিয়াম ঢাল স্বরূপ, সায়িম থাকে চুপ
কটু কথা নেই মুখে তার,
গালি দিলে কেউ তাকে- কণ্ঠ চেপে রাখে
আর বলে আমি রোজাদার।


সায়িমের মুখের গন্ধ প্রভুর কাছে নয় মন্দ
উৎকৃষ্ট মেশকে আম্বর হতে,
সিয়াম খোদার জন্য, নয় প্রতিদান অন্য
পুরস্কৃত হবে প্রভুর হাতে।


[সূত্রঃ বুখারি : কিতাবুস সিয়াম]


[কবিতাটি পবিত্র হাদিস অবলম্বনে লিখিত *আল মুত্তাকী* -এর সিরিজ কবিতা *মুক্তোমালা* -এর অংশ বিশেষ]