জীবনযুদ্ধে যিনি পরাজিত কভু হয়নি
তার জয়ের সংখ্যা অতি অল্প,
সহজে জেতার আনন্দ পাবে কোথায়
যদি না থাকে যুদ্ধ জয়ের গল্প!


লক্ষ্য অর্জনে না হলে তুমুল লড়াই
আর জীবনবাজির খেলা,
বিজয়ের স্বাদ সেখানে ক্ষণস্থায়ী
আর সাফল্যের অবহেলা।


লড়াই যদি জমে মেঘঢাকা ভোরে
সূর্যোদয়ের হতে পারে দেরি,
ক্ষণিকের পরাজয় আসতে পারে
পরাজয় সে-তো জয়ের সিঁড়ি।