উষার আলোর অপেক্ষার প্রহর
গুণছেই কেবলে বিশ্ব নিখিল,
অন্ধকারের তমাল কেটে জঞ্জাল
মৃদুমন্দ অনিলে পলকে সাফ দিল।


ফুলেরা বাগানে হেলে নৃত্য করে দোলে
পাখির কণ্ঠে শুণি সাল্লুআলা ধ্বনি,
আহা! এ কি স্পন্দনে অদৃশ্য অভিনন্দনে
প্রচারিত হলো সাম্য-ন্যায়ের বাণী।


জাগল সাড়া গোটা ভুবন পাড়া
নামলো ধরায় নিরঞ্জন ইশারায়,
খোদার জ্যোতি ছড়ালো দ্যোতি
বিশ্বনবি নেমে এলেন বিশ্বসভায়।      
                    


[২৩.১১.২০১৯। কর্মধা, কুলাউড়া, মৌলভীবাজার]