লিখতে বসে কাঁপে হাত
দেখছি যতো বাজিমাত
সত্যকথা বললেই কুপোকাত!


ন্যায়-ইনসাফের বালাই ছেড়ে
স্রোতের তালেই মাথা নেড়ে
এ অভিনয় ব্যক্তিত্বটাই নিচ্ছে ধীরে কেড়ে।


সুবোধ জ্ঞান আসবে কবে
সত্য-ন্যায়ের পথে রবে
এ সমাজের সকল শ্রেণির সবে।


আসবে সুদিন; প্রহর গুণি
ভোরের পুবাল হাওয়ায় শুণি-
দূর হতে সুর কানে বাজে প্রতিধ্বনি।