সব হারাবার পরেও কিছু
হারিয়ে যাবার থাকে,
সব হারাবে সেদিন যবে
সাড়া দেবে শেষ ডাকে।


সেদিন কিছুই না হারাবে
যথাকর্ম করে গেলে,
তাই তো মানুষ সুবোধজনে
সেই পথেই চলে।


যে পথে নেই হারাবার ভয়
কেবলই তৃপ্তি-শান্তি,
বিশ্ব বিধাতার সন্তোষে কাটে
ঘোর অমানিশা-ভ্রান্তি।


হে বন্ধু! বিনয়ে বলি,
চলো সেই পথে,
যে পথে গেলে দেখা হবে
তব মাওলার সাথে।